প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা নগরের চর্থাথিরা পুকুরপাড় এলাকা থেকে দশ মামলার আসামি সোহেল সোহাগ নামের একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নগরীর চর্থাথিরা পুকুরপাড় এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ সময় দশ মামলার শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে সোহাগ ক্যাম্বেলকে ছিনতাই করার সময় একটি ছুরিসহ গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নামে বিভিন্ন অপরাধে দশটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।