হোম > সারা দেশ > কুমিল্লা

ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি কুবি সাংবাদিক সমিতির

কুবি প্রতিনিধি

ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ ও পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনের সদস্যরা।

এ সময় বক্তারা ইকবাল মনোয়ায়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান। 

সংগঠনের সভাপতি ও সমকালের প্রতিনিধি মহিউদ্দিন মাহি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভুল করেছে, সে ভুলের দায় তারা স্বীকার করতে চায় না। তারা শুধু একটা কথাই বলে “উচ্চ পর্যায়ের সভা”। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে এ ধরনের কোনো কাঠামো নেই।’ 

মাহি আরও বলেন, ‘তাদের এ সভার মাধ্যমে একটি অবৈধ, অনৈতিক এবং আইনবহির্ভূত সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত রুদ্র ইকবালের শিক্ষাজীবনকে ব্যাহত করছে। অথচ কাদের নিয়ে এই সভা গঠিত হয়েছে, সে বিষয় প্রশাসন এখনো পরিষ্কার করে বলেনি।’ 

ইত্তেফাকের জান্নাতুল ফেরদৌস বলেন, ‘যে সংবাদটি প্রকাশ করা হয়েছিল, সেখানে সাংবাদিকের ব্যক্তিগত কোনো বক্তব্য ছিল না। তারই পরিপ্রেক্ষিতে প্রশাসন যেভাবে বহিষ্কার করেছে, তা কোনো আইন সমর্থন করে না। এ ছাড়া কোন শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, উচ্চ পর্যায়ের সভায় কারা ছিলেন, কীভাবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন—তা স্পষ্ট নয়।’ 

সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক