হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের সংঘর্ষে যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। 

কুমিল্লার দেবিদ্বার সদরের নিউমার্কেট এলাকায় সংঘর্ষে প্রাণ হারান আব্দুর রাজ্জাক রুবেল। তিনি দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। 

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া সংঘর্ষে ওই যুবক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

এ ছাড়া দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী এহসান বিজয় বলেন, রুবেল নামে একজন হাসপাতালে মারা যান। এ ছাড়া ১২ জন আহতকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ছাড়া রংপুরে সংঘর্ষে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসক জানান, নিহতের নাম খুসরু আহমেদ (৩০)। তিনি রংপুর শহরের গুরাতিপাড়া এলাকার বাসিন্দা। 

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এ নিয়ে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মুন্সিগঞ্জে দুজন এবং মাগুরায় একজন।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০