হোম > সারা দেশ > কুমিল্লা

রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: হাসনাত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

লাকসাম পাইলট স্কুল মাঠে মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বাঙালি জাতি যখনই কোনো ক্রান্তিলগ্নে গিয়ে দাঁড়ায়, তখনই ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিয়ে আসছে। জুলাই বিপ্লবের ছাত্রদের ত্যাগের বিনিময় হিসাবে আমাদের শিক্ষা ও সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। আগামীতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে—ছাত্রসমাজকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’

আজ শনিবার কুমিল্লার লাকসাম পাইলট স্কুল মাঠে সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যাই। আওয়ামী লীগের সঙ্গে কোনো দল যদি আঁতাত করতে চায়, তাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সবাইকে দালালি পরিহার করে, দেশের জন্য কাজ করতে হবে।’

হাসনাত আরও বলেন, ‘কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানে না। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়ে ছিল। তাই কুমিল্লাবাসীর প্রত্যাশা অনুযায়ী কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।’

জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সদস্যসচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, রিফাত রশিদ, রাবির সমন্বয়ক মেহেদী হাসান, সিনথিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলালুর রহমান মজুমদার প্রমুখ।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার