হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় নিহত ২ 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ফাতেমা আক্তার রেবা (২৪) এবং মিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় বিজলী সুপার সার্ভিসের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে তাদের মৃত্যু হয়। 

নিহত রেবা কুমিল্লা অজিতগুহ কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী এবং উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। অপর নিহত শিশু মিমের বাড়ি চান্দিনা উপজেলায় বলে জানা গেছে। মিমের খালা সুমি বেগম জানান, মিমের পিতার নাম সুজন। স্থানীয়রা জানান, নিহত শিশুর পরিবার ছুপুয়ার আমির শার্টস নামক একটি গার্মেন্টসে কাজ করে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত রেবার নিকটাত্মীয় এবং স্থানীয় ইউপি সদস্য জাকির মাহমুদ বলেন, ‘কুমিল্লা অজিতগুহ কলেজ থেকে বাড়ি ফিরছিল ফাতেমা আক্তার রেবা। এ সময় মিয়াবাজার নেমে সিএনজিতে উঠে সে। সিএনজিতে নিহত অপর শিশু, তার খালাসহ ৩ জন যাত্রী ছিল। সিএনজি অটোরিকশাটি নোয়াবাজারের উদ্দেশে ছাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লা-কাশিনগরগামী বিজলী সুপার সার্ভিসের একটি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের পেছনে ধাক্কা দিলে সিএনজিতে থাকা শিশু, রেবাসহ ৩ যাত্রী আহত হয়।’ 

জাকির মাহমুদ জানান, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু মিমকে কুমিল্লায় নেওয়া হলে কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই গিয়াসউদ্দিন এবং ফাঁড়ির কর্তব্যরত অফিসার এসআই মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।’  

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক