হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় যুবলীগের নেতা হত্যাকাণ্ডের ২ দিনেও মামলা হয়নি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও (মঙ্গলবার) পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা করতে জামালের পরিবারের কেউ থানায় আসেননি। 

গতকাল সোমবার মাগরিবের নামাজের পর নিহত যুবলীগের নেতা জামাল হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। দুই দফা জানাজা শেষে তাঁকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত রোববার রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের বাসা থেকে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে বোরকা পরা একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এ সময় কপাল ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

মামলার বিষয়ে জানতে নিহতের ছোট ভাই কামাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২