হোম > সারা দেশ > কুমিল্লা

ফেনীতে ত্রাণ দিয়ে ফেরার পথে চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ স্বেচ্ছাসেবক আহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

 

বন্যার্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন স্বেচ্ছাসেবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন রাসেল (৩৫), ফয়সাল (৩২) ও শাহপরান (৪৫)। 

আজ শুক্রবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গাঙরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন শিমুল আহতদের তথ্য নিশ্চিত করেন। 

স্বেচ্ছাসেবক জাকির হোসেন বলেন, তাঁরা চার বন্ধু চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ফেনী লালপোলে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মহাসড়কে চৌদ্দগ্রামের গাঙরা নামক স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে আসে। 

ডাক্তার জয়নাল আবদীন শিমুল বলেন, স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। বন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত