বন্যার্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন স্বেচ্ছাসেবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন রাসেল (৩৫), ফয়সাল (৩২) ও শাহপরান (৪৫)।
আজ শুক্রবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গাঙরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন শিমুল আহতদের তথ্য নিশ্চিত করেন।
স্বেচ্ছাসেবক জাকির হোসেন বলেন, তাঁরা চার বন্ধু চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ফেনী লালপোলে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মহাসড়কে চৌদ্দগ্রামের গাঙরা নামক স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে আসে।
ডাক্তার জয়নাল আবদীন শিমুল বলেন, স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। বন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।