হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ, ধ্বংসের নির্দেশ আদালতের

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

নিষিদ্ধঘোষিত রাক্ষুসে মাছ ‘পিরানহা’ চাষের অভিযোগে কুমিল্লার মুরাদনগরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিষেক দাশ এ আদালত এই অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ধামঘর ইউনিয়নের নহল-চৌমুহনী বাজারের পাশে একটি মৎস্য প্রজেক্টে নিষিদ্ধঘোষিত রাক্ষুসে মাছ ‘পিরানহা’ চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। অভিযানের অংশ হিসেবে প্রজেক্টে জাল ফেললে পিরানহা মাছ পাওয়া যায়। পরে ১০ মণ মাছসহ গাইটুলি গ্রামের আজিজুর রহমানের ছেলে মাছ চাষি মিজানুর রহমানকে উপজেলায় নিয়ে আসা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের দায়ে মিজানুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা এবং প্রজেক্টের বাকি মাছ আগামী দুই দিনের মধ্যে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধরে ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান, মৎসজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মৎসজীবী লীগের সদস্যসচিব রাজিব মুন্সিসহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার