হোম > সারা দেশ > কুমিল্লা

মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মোটরসাইকেল চোরাই চক্রের ৯ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাঁদের কারাগারে পাঠান। এর আগে বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে রেজিস্ট্রেশনবিহীন এসব মোটরসাইকেলসহ তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আব্দুল মান্নান তাঁদের আটকের তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মো. শাকিব (৩৪), মো. সৈকত (২২), কলেজপাড়া এলাকার আল-আমিন (২৯), লালমাই উপজেলার দন্তপুর গ্রামের মো. শাহদাত হোসেন (৩৮), একই গ্রামের মো. রিপন (২৬), সদর উপজেলার বালুতুপা সর্দার বাড়ির মো. রাকিবুল হাসান ওরফে রিয়াদ (৩০), মো. আজাদ হোসেন (৩১), নুরপুর দক্ষিণপাড়ার মো. মাসুদ (২৮) এবং একই উপজেলার রামচন্দ্রপুর মালু মাস্টার বাড়ির মো. সায়মন (৩০)।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘দীর্ঘদিন ধরে এ চক্রটি মোটরসাইকেল চুরি করে রেজিস্ট্রেশন নম্বর প্লেট খুলে এবং চেসিস নম্বর ঘষে তুলে ফেলে ভারতীয় সীমান্তে বিক্রি করছিল। গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে রেজিস্ট্রেশনবিহীন এসব মোটরসাইকেলসহ তাঁদের আটক করা হয়েছে। আজ তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিকেলে তাঁদের আদালতে  পাঠানো হবে। আটক চোর চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানা গেছে কুমিল্লা জেলাকেন্দ্রিক বিভিন্ন উপজেলা ও জেলা শহরে তাঁদের একটি বড় সিন্ডিকেট আছে। এ ছাড়া আটক ৯ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে।’

সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মতিউল ইসলাম, জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা