হোম > সারা দেশ > কুমিল্লা

সম্পত্তি না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করল মেয়ে 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সম্পত্তি রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে কুমিল্লার নাঙ্গলকোটে মেয়ের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলি গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত বাবার নাম আবুল কাশেম (৭০)। আর ঘাতক মেয়ের নাম জেসমিন আক্তার (৩২)। তিনি নিহতের তৃতীয় মেয়ে। এ ঘটনায় স্থানীয়রা মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ঘটাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত কুড়াল উদ্ধার করেছে।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসাইন রাত সাড়ে ৯টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই কামাল জানান, নিহত আবুল কাশেম এক ছেলে ও ছয় মেয়ের জনক। আজ বুধবার দুপুরে এক মেয়েকে কিছু সম্পত্তি রেজিস্ট্রি করে দেন তিনি। খবর পেয়ে অভিযুক্ত মেয়ে জেসমিন আক্তার বাড়িতে এসে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেমকে কুড়াল দিয়ে কুপিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় স্থানীয়রা জেসমিন আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ সময় পুলিশ হত্যার কাজে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করে।

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার