হোম > সারা দেশ > কুমিল্লা

নাঙ্গলকোটে যুবকের লাশ উদ্ধার, বড় ভাই আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই রমজান আলীকে আটক করা হয়েছে। আজ শনিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামের বশির আহাম্মদের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের বড় ভাই রমজানকে ঢালুয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।’

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, চার ভাই ও দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট। কোনো ভাই-বোন মা-বাবাকে দেখাশোনা করেন না। সকালে খাওয়া দাওয়া নিয়ে তাঁদের মায়ের সঙ্গে রমজানের ঝগড়া হয়। এতে বাধা দেন দেলোয়ার। একপর্যায়ে দেলোয়ার লাঠি দিয়ে আঘাত করলে রমজানের হাতে থাকা ছুরি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দেলোয়ার। আহতাবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মালেকা বানু জানান, সকালে তাঁর সঙ্গে বড় ছেলে রমজান ঝগড়া করেন। এ সময় রমজান ছুরি হাতে তাঁকে আঘাত করার চেষ্টা করেন। ঘটনাটি দেখে ঘর থেকে দৌড়ে এসে রমজানকে লাঠি দিয়ে আঘাত করেন দেলোয়ার। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে গলায় আঘাত করলে দেলোয়ার মাটিয়ে লুটিয়ে পড়েন।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা