হোম > সারা দেশ > কুমিল্লা

নাঙ্গলকোটে যুবকের লাশ উদ্ধার, বড় ভাই আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই রমজান আলীকে আটক করা হয়েছে। আজ শনিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামের বশির আহাম্মদের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের বড় ভাই রমজানকে ঢালুয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।’

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, চার ভাই ও দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট। কোনো ভাই-বোন মা-বাবাকে দেখাশোনা করেন না। সকালে খাওয়া দাওয়া নিয়ে তাঁদের মায়ের সঙ্গে রমজানের ঝগড়া হয়। এতে বাধা দেন দেলোয়ার। একপর্যায়ে দেলোয়ার লাঠি দিয়ে আঘাত করলে রমজানের হাতে থাকা ছুরি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দেলোয়ার। আহতাবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মালেকা বানু জানান, সকালে তাঁর সঙ্গে বড় ছেলে রমজান ঝগড়া করেন। এ সময় রমজান ছুরি হাতে তাঁকে আঘাত করার চেষ্টা করেন। ঘটনাটি দেখে ঘর থেকে দৌড়ে এসে রমজানকে লাঠি দিয়ে আঘাত করেন দেলোয়ার। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে গলায় আঘাত করলে দেলোয়ার মাটিয়ে লুটিয়ে পড়েন।

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২