হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তাসহ দুজন বরখাস্ত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

মো. মনিরুজ্জামান, কাজী মো. ইউসুফ । ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে এক ভূমি কর্মকর্তাসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা সহকারী (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এই তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এই দুই কর্মকর্তা সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাঁদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

ঘুষ নেওয়ার অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে তিনি ৭ মে এই দুই কর্মকর্তাকে সাময়িক দরখাস্ত করেন।

জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ মে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। দুজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, বর্তমানে সব ধরনের ভূমিসেবা সম্পূর্ণ ক্যাশলেস। নামজারি বা ভূমি উন্নয়ন কর অনলাইনে জমির মালিক নিজেই ঘরে বসে পরিশোধ করতে পারেন। কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে ভূমি অফিসের কোথাও নগদ লেনদেনের সুযোগ নেই।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক