ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী মহাসড়ক এলাকায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।
ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, তিশা পরিবহনের কয়েকটি বাস মহাসড়কের আইরিশ হিল রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো ছিল। রাত সাড়ে ৩টার দিকে খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আগুনের ঘটনায় তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসি আরও বলেন, ‘আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি। হরতাল সামনে রেখে এমন অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে।’