হোম > সারা দেশ > কুমিল্লা

আগুনে পুড়ে প্রাণ গেল শেকলবন্দী যুবকের

প্রতিনিধি, বুড়িচং (কুমিল্লা)

কালিকাপুরে আবদুল মতিন খসরু কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলাউদ্দিন (১৯)। করোনাকালে কলেজ বন্ধ থাকায় সে বাবা আবদুল মোমিনের ব্যবসার কাজে সহযোগিতা করে আসছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তিন মাস আগে হঠাৎ ভারসাম্যহীন হয়ে পড়ে আলাউদ্দিন। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় তাকে ঘরের ভেতরে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। ঘরের চারদেয়ালের মধ্যেই কাটছিল তার জীবন। সেই ঘরেই গতকাল মঙ্গলবার রাতে আগুনে পুড়ে প্রাণ গেছে আলাউদ্দিনের। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামে ঘটনাটি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে খারেরা পশ্চিমপাড়া গ্রামের আলীয়া মাদ্রাসাসংলগ্ন মো. মোমিন মিয়ার বশতঘরে আগুনের সূত্রপাত হয়। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি ঘর ভস্মীভূত হয়। ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে যায়। 

বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঘরের বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে আলাউদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।' 

দমকলকর্মী জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন প্রায় নিভিয়ে ফেলে। আগুনে দুটি ঘর পুড়ে যায়। ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিন ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও খাবার প্রদান করা হয়।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক