হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা সহপাঠীদের

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা সংস্কার আন্দোলনকারীকে মারধর করার অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে বিভাগের ব্যাচ ও আঞ্চলিক সংগঠন থেকে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অবাঞ্ছিত হওয়া পারভেজ মোশাররফ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

তাঁর ব্যাচের শিক্ষার্থীরা ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, ‘আমরা আইসিটি ১১তম (ভার্সিটি-১৪) ব্যাচের শিক্ষার্থীরা গত ১৫ জুলাই আমাদের সহপাঠী পদার্থবিজ্ঞান-১৪ ব্যাচের আরাফ ভুইয়ার ওপর সংঘটিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনা আমাদের সবার মনে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সৃষ্টি করেছে। উক্ত হামলায় আমাদের ব্যাচের পারভেজ মোশাররফের সংশ্লিষ্টতা জানতে পেরে পূর্বঘোষণা মোতাবেক ও সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা পারভেজ মোশারফের সঙ্গে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম।’

এ বিষয় ব্যাচের ক্লাস প্রতিনিধি শাহিন মিয়া বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে কোটা আন্দোলনকারীদের ওপরে হামলার সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করব। পারভেজের বিরুদ্ধে এ বিষয় একটি অভিযোগ উঠেছে তাই আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

এ ছাড়া গাজীপুরের শিক্ষার্থীদের আঞ্চলিক ছাত্র সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী’তে তিনি যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছিলেন। সে পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি ইসরাত জাহান বন্যা।

ইসরাত জাহান বন্যা বলেন, ‘যেহেতু তার নামে আন্দোলনকারীদের মারধর করেছে বলে অভিযোগ রয়েছে, তাই তাকে সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে।’

অভিযুক্ত পারভেজ মোশাররফ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রকৌশল অনুষদের সাংগঠনিক পদের সাবেক নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের আগামী কমিটিতে পদপ্রত্যাশী আবু সাদাৎ মো. সায়েমের কর্মী।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের