হোম > সারা দেশ > কুমিল্লা

ত্রিভুজ প্রেম: ঢাকা থেকে চৌদ্দগ্রামে গিয়ে যুবককে কুপিয়ে জখম করল প্রেমিক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

প্রেমিকার সঙ্গে দেখা করতে ঢাকা থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে এসেছিলেন নিক সরকার (২৩)। বাজারের ওয়াপদা রোডের একটি বাসাতে প্রেমিকার সঙ্গে কথাবার্তা চলছিল। এ সময় হাজির হন প্রেমিকার আরেক প্রেমিক গাজী রানা (২৪)। এখানেই ঘটে-বিপত্তি। নিক সরকার ও গাজী রানার মাঝে হাতাহাতি হয়।

একপর্যায়ে প্রেমিক নিক সরকার গাজী রানাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় জনতা গাজী রানাকে উদ্ধার ও নিক সরকারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আহত গাজী রানা চৌদ্দগ্রাম পৌর সদরের ফালগুনকরা গ্রামের গাজী বাবুল মিয়ার ছেলে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গাজী রানার মা রোমানা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

অপরদিকে নিক সরকার ঢাকার উত্তরায় অবস্থিত ইউনাইটেড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও নতুন বাজার ভাটরা এলাকার সবুজ সরকারের ছেলে। গতকাল বুধবার রাত ৮টার দিকে চৌদ্দগ্রাম বাজারে ওয়াপদা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার-উজ-জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার বছর আগে ঢাকার নতুন বাজার এলাকায় থাকতেন ফাইজা আক্তার (২০) নামের এক মেয়ে। এ সময় তাঁর সঙ্গে নিক সরকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঢাকা থেকে মেয়েটি গ্রামের বাড়ি চৌদ্দগ্রামে গেলে তাঁর প্রেমের সম্পর্ক হয় গাজী রানার সঙ্গে। সৃষ্টি হয় ত্রিভুজ প্রেমের কাহিনি। এরই মধ্যে মেয়েটি নিক সরকারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। বিষয়টি প্রেমিক নিক সরকার জানতে পেরে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে চৌদ্দগ্রামে আসে। সেখানে ওয়াপদা রোডের একটি বাসায় প্রেমিকার সঙ্গে দেখা করেন তিনি।

এ সময় গাজী রানা ওই বাসায় আসলে দুই প্রেমিকের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই মধ্যে দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নিক সরকার নিজের কাছে থাকা চাপাতি দিয়ে গাজী রানাকে কুপিয়ে পালানোর চেষ্টা করে। গাজী রানার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তাঁর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

নিক সরকারের পিতা সবুজ সরকার বলেন, ‘আমার ছেলের সঙ্গে মুসলমান ধর্মের ফাইজা নামের একটি মেয়ের সম্পর্ক ছিল। গত দুই বছর আগে মেয়েটির পরিবার কুমিল্লার চৌদ্দগ্রামে চলে যায়। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম, ফাইজার সঙ্গে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক হয়েছে। নিক বিষয়টি মানতে না পেরে বুধবার ঢাকা থেকে চৌদ্দগ্রামে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ছেলেকে কুপিয়ে আহত করেছে বলে শুনেছি।’

সবুজ সরকার আক্ষেপ করে বলেন, ‘ছেলেকে আমি নিষেধ করেছি। আমরা খ্রিষ্টান ধর্মের, মুসলমান ধর্ম তোমাকে মেনে নিবে না। ছেলে কথা শুনল না।’

গুরুতর আহত গাজী রানার মামা অরণ্য বলেন, ‘আমি শুনেছি, গাজী রানাকে ঢাকার একটি ছেলে চাপাতি দিয়ে কুপিয়েছে। তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। ছেলের অবস্থা আশঙ্কাজনক।’

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, ‘গুরুতর আহত গাজী রানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চৌদ্দগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান বলেন, ‘নিক সরকার নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে গাজী রানার মা রোমানা বেগম বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।’

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক