হোম > সারা দেশ > কুমিল্লা

কৃষিজমি থেকে মাটি উত্তোলন, ৩ জনের জেল-জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে খননযন্ত্র দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করায় দুজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এসব মাটি কেনার অভিযোগে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. নাজমুল হাসান ও মো. মাঈন উদ্দিন। তাঁরা উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের বাসিন্দা। এ ছাড়া অর্থদণ্ডপ্রাপ্ত আনাছ বিন ফারুক উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা গ্রামের বাসিন্দা। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীনসহ ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল সহযোগিতা করে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এসব মাটি কেনার অভিযোগে আরেক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ইউএনও স ম আজহারুল ইসলাম আরও বলেন, ‘অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খবর পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার