হোম > সারা দেশ > কুমিল্লা

ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 কুমিল্লা প্রতিনিধি 

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ। আজ বৃহস্পতিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার সুয়াগাজী এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এই উচ্ছেদ অভিযান চালায়।

জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে শত শত দোকানঘর নির্মাণ করা হয়েছিল। সওজ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা অপসারণ করা হয়নি। সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সুয়াগাজী বাজারের নতুন ও পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ। এ সময় সওজের কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান প্রমুখ।

আদনান ইবনে হাসান বলেন, ঈদযাত্রা শুরু হয়েছে। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট সৃষ্টিকারী স্থানগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সুয়াগাজী বাজারের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক