হোম > সারা দেশ > কুমিল্লা

আগে শিবির ট্যাগ দিয়ে মারত, এখন ছাত্রলীগ বলে মারে: কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

‘আগে ছাত্রশিবির ও ছাত্রদল ট্যাগ দিয়ে মারা হতো, এখন ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারা হয়। তাহলে যেটা বাংলাদেশ ২.০ (গত ৫ আগস্ট-পরবর্তী সময়) আমরা বলছি সেটা কি পেলাম? কেউ অন্যায় করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।’ সারা দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ। 

আসিফ মাহমুদ বলেন, ‘আপনি সর্বোচ্চ কোনো বিদ্যাপীঠের শিক্ষার্থী মানে আপনি আইনের ঊর্ধ্বে কেউ নন, আপনাকে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কেউ দেয় নাই। সর্বোচ্চ বিদ্যাপীঠের কেউ কাউকে পিটিয়ে মেরে ফেলার মানসিকতার হতে পারে না। ছাত্র গণ-অভ্যুত্থানের প্রথম রক্ত ঝরেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই।’ 

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর পর্যন্ত মিছিল বের করা হয়। পরবর্তীতে গোলচত্বর প্রদক্ষিণ করে মূল ফটকে আবার এসে শেষ হয় মিছিল। 

মিছিলে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে মানুষ মরে, প্রশাসন কী করে?’ , ‘ক্যাম্পাসে খুন কেন, প্রশাসন জবাব চাই’, ‘ছাত্র তুই মানুষ হ, মানুষ হ মানুষ হ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

মানববন্ধনে উপস্থিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন, ‘সারা দেশে যে মব ভায়োলেন্স (উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা) চলছে, তা কোনোভাবে কাম্য নয়। আমরা এটা মেনে নেব না, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করার জন্য। কিন্তু এভাবে বিনা বিচারে কাউকে হত্যা করা হলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব হত্যাকারীর শাস্তি দাবি করছি।’ 

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফাহিম আবরার বলেন, ‘আমরা দেখেছি ২০১৯ সালে বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয় শিবির ট্যাগ দিয়ে। এখন আবার লীগের ট্যাগ দিয়ে অনেক মানুষকে শারীরিক-মানসিক নির্যাতন করা হচ্ছে, যা কোনোভাবে কাম্য নয়। কেউ বিচারবহির্ভূত কাজ করলে আইনের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু আইন হাতে নেওয়া উচিত না। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইছি এই ট্যাগ দেওয়া কালচার বন্ধ হোক এবং সব হত্যাকারীর সুষ্ঠু বিচার হোক।’

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের