হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

চৌদ্দগ্রাম বাজারে সকাল ৯টায় কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বঘোষিত কর্মসূচির মঞ্চ দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারীদের সঙ্গে সাবেক মেয়র মিজানুর রহমানের পক্ষের লোকদের সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে সংসদ সদস্যের গ্রুপের সভামঞ্চ। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন। বর্তমানে চৌদ্দগ্রাম বাজার এলাকায় থেমে থেমে সংঘর্ষে চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

জানা যায়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারী ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তমিজউদ্দিন সেলিম অংশের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেন। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতেই দোয়েল চত্বরসংলগ্ন এলাকায় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।  

সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে এমপি সাহেবের লোকজন হামলা করে। এতে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ সংসদ সদস্য মুজিবুল হক ও পুলিশের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার