হোম > সারা দেশ > কুমিল্লা

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে শিক্ষক ও ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে দুটি পৃথক স্মারকলিপি জমা দেন তাঁরা। 

এতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শিক্ষক ও ছাত্ররাজনীতিসহ সব ধরনের রাজনীতি বন্ধ রাখতে হবে। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস শিক্ষার্থীদের একনিষ্ঠ দাবি। কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। 

আরও বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যাতে রাজনৈতিক কোনো দলের কর্মী দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে প্রশাসনের সুদৃষ্টি রাখতে হবে। অতিসত্বর প্রশাসনকে ক্যাম্পাসে শিক্ষক ও ছাত্ররাজনীতিমুক্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে। 

এ বিষয়ে শিক্ষার্থী রকিবুল হাসান সোহাগ বলেন, ‘আমরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চাই না। ছাত্ররাজনীতির কোনো প্রয়োজন ক্যাম্পাসে আমরা অনুভব করছি না। তাই আমরা চাই, সব প্রকার রাজনীতি বন্ধ করে দেওয়া হোক।’ 

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসেইন বলেন, ‘আমাদের আন্দোলন সব বৈষম্যের বিরুদ্ধে। যা এখনো চলমান। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকুক। এর জন্যই আমরা আজ প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি।’

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২