হোম > সারা দেশ > কুমিল্লা

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ৫২

 কুমিল্লা প্রতিনিধি 

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটকদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৫২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবির টহল দল তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত দিয়ে ১৩ জন এবং ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশি রাতের আঁধারে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন। রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।

১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ জানান, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ-ইন করেছে। অধিকাংশের বাড়ি ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলায়।

বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার