হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় রিহ্যাব প্রেসিডেন্ট

ভবন নির্মাণে জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর গঠনের দাবি

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার পদুয়ার বাজারে কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

ভবন নির্মাণে নকশা পাসের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর গঠনের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।

আজ শুক্রবার কুমিল্লার পদুয়ার বাজারে কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুজ্জামান এ দাবি জানান। তিনি বলেন, ‘ভবন নির্মাণ করতে গেলে প্ল্যান পাসের অনেক জটিলতা রয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন বা নির্দিষ্ট কোনো দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণ করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে একটি স্থাপত্য অধিদপ্তর করে বিষয়টি সহজ করতে হবে।’

রিহ্যাব প্রেসিডেন্ট আরও বলেন, ‘সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডেভেলপার ব্যবসায়ীদের রিহ্যাবের সদস্য হতে হবে। এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। তা না হলে যত্রতত্র বিল্ডিং করার ক্ষেত্রে আমাদের জবাবদিহি থাকবে না। রিহ্যাবের সদস্য পদ নিয়ে এবং সরকারি নিয়ম মেনে ভবন বানাতে হবে।’

অনুষ্ঠানে কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়া সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, গোল্ড সিলভার ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান ফারুক আহমেদ ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসাইন।

মেলা আয়োজকেরা জানান, ব্যবসা ও আবাসিকের সমন্বয়ে ১৭ তলাবিশিষ্ট কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মলের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক