হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে এমদাদ উল্যাহ নামে (২৮) এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার ভোরে উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ লাটিমী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত এমদাদ উল্যাহ ওই গ্রামের আবদুল মতিনের ছেলে। 

স্থানীয়রা জানা গেছে, এমদাদ উল্যাহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরের মাছ ধরতে সেচ মোটর চালু করে পানি কমাতে থাকে। আজ ভোরে বৃষ্টি হলে সেচ মোটরটির অবস্থা দেখতে পুকুরে নামলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন এমদাদ উল্যাহ। পরিবারের লোকজন অবস্থা বুঝতে পেরে তাঁকে উদ্ধার শেষে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আলকরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য জিয়া উদ্দিন বলেন, বিদ্যুতায়িত এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। ফেনী জেনারেল হাসপাতাল থেকে লাশ নিয়ে এসে রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাছ ধরার জন্য লাগানো সেচ মোটর থেকে বিদ্যুতায়িত হয়ে এমদাদ উল্যাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।’

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত