তিতাসে বিদ্যুতের খুঁটির সঙ্গে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টায় তিতাস থানা সড়কের ১০০ গজ উত্তরে সাত্তার মিয়ার বাড়ির সামনে গৌরীপুর-হোমনা সড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জানা যায়, আহতরা রাজমিস্ত্রি এবং তিতাস উপজেলার কাপাসকান্দি গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে স্থানীয় জামাল হোসেন নামে এক যুবক জানান, আনুমানিক সকাল ৬টায় শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছিল। একপর্যায়ে পিকআপটি সাত্তার মিয়ার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পিকআপ ভ্যানে থাকা ১৫ থেকে ২০ জন শ্রমিক রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবুল বাশার জানান, আজ সকাল আনুমানিক ৬টায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৭ জন শ্রমিক চিকিৎসা নিতে এসেছেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।