হোম > সারা দেশ > কুমিল্লা

ভারত-বাংলাদেশের সম্পর্ক চিরদিন বজায় থাকবে: ভারতীয় হাইকমিশনার

কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘বাংলাদেশ ভারতের সামাজিক, সাংস্কৃতিক ব্যবস-বাণিজ্য, যোগাযোগব্যবস্থাসহ সব বিষয়ে আমরা একত্রে কাজ করছি। আমরা বিশ্বাস করি, ভারত-বাংলাদেশের সম্পর্ক চিরদিন বজায় থাকবে।’

আজ সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে কাশিনগর ডিগ্রি কলেজের নবনির্মিত অনার্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশের গ্রামীণ শিক্ষার উন্নয়নে ভারত সরকারের অনুদানে চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজের চারতলা আধুনিক ভবনটি নির্মাণ করা হয়। এর আগে ২০১৬ সালে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন। 

হাইকমিশনার বলেন, ‘শুধু স্বাধীনতার সংগ্রাম নয়, ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। ভারত-বাংলাদেশের সম্পর্ক আজীবনের।’  

কলেজ পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক। আরও বক্তব্য দেন জাতীয় সংসদের যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার, দৈনিক কালবেলার সম্পাদক সন্তুোষ শর্মা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান, পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু।

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার