হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে আগুনে পুড়ে গেছে ৩ ঘর, আহত ১

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসে আগুনে ৩টি ঘর পুড়ে গেছে। এ সময় আহত হয়েছেন একজন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের হারুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পাশের মো.  মনসুর আলী ও মো. গিয়াস উদ্দিনের ঘরও পুড়ে গেছে। এ ঘটনায় আহত মো. রিপন মিয়াকে (৪৫) গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক হারুন মিয়া বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে উঠি। এরপর দেখি বারান্দার রুমে আগুন। চিৎকার করলে লোকজন আসে। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৩০মণ চাল,৭ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০হাজার টাকা পুড়ে গেছে। 

খলিলাবাদ গ্রামের বাসিন্দা মাসুম বিল্লা বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে আগুন বলে চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি হারুন মিয়ার ঘরে আগুন জ্বলছে এবং মুহূর্তের মধ্যেই তা পাশের মনসুর আলী ও গিয়াস উদ্দিনের ঘরে ছড়িয়ে পড়ে।

পড়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল এসে  আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মো. রিপন মিয়া আহত হন।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘ঘটনাস্থলে যেতে একটু দেরি হয়েছে। এরপরও ৪০ মিনিট চেষ্টার  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত