দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লা তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত পদে ৮৬ জন ও সাধারণ পদে ৩৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার বিকেল পর্যন্ত ৯টি ইউনিয়ন থেকে মোট ৪৭৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১ নম্বর সাতানী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ২৯ জন। ২ নম্বর জগতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১১ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৪৮ জন।
৩ নম্বর বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১৫ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৩৪ জন। ৪ নম্বর কড়িকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৪৩ জন। ৫ নম্বর কলাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৩৯ জন। ৬ নম্বর ভিটিকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৩৯ জন।
এদিকে ৭ নম্বর নারান্দিয়া ইউনিয়নে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ২৯ জন এবং ৮ নম্বর জিয়ারকান্দি ইউনিয়নে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৪২ জন এবং ৯ নম্বর মজিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী তিতাসের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই এর তারিখ আগামী ২১ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৬ অক্টোবর এবং ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।