হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন সাবেক অর্থমন্ত্রীর ভাই

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই।

আজ শনিবার সদর দক্ষিণের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘দলের অস্তিত্ব, বিভাজন ও নেতা-কর্মীদের রক্ষার্থে এবং সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল এমপির মানসম্মান রক্ষা করার স্বার্থে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ার বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেন। অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি। এ ঘোষণার পর থেকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হাই বাবলু ও কুমিল্লা মহানগরের কিছু নেতা-কর্মী সদর দক্ষিণ উপজেলায় মহড়া দেন। মোবাইল ফোন ও সভা সমাবেশে হুমকি-ধমকি প্রদান করা হয়।

‘তারা বলে দক্ষিণের কোনো নেতা-কর্মী শহরে প্রবেশ করতে পারবে না। হাসপাতালে সেবা নিতে পারবে না। পা কেটে হাতে ধরিয়ে দেবে।

‘এ ছাড়া আমাদের আসনের এমপি আ হ ম মুস্তফা কামালকে অপমানজনক কথাবার্তা বলে। তারা নির্বাচনে পেশিশক্তি প্রয়োগ করতে চায়। এ বিষয়ে আমি প্রশাসনকে অবহিত করেছি। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে আমি প্রশাসনের সহযোগিতা চাই।’ 

জানা গেছে, আগামী ২১ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ২১ মে। সদর দক্ষিণের ৭ ইউনিয়নে ৫৫ কেন্দ্র। মোট ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯০৬ জন।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের