হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসা একটি চুরির মামলার আসামি পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৮ জানয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া পুলিশ কনস্টেবলের নাম মহিউদ্দিন (৫৯)। তিনি পাশের মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে। চলতি বছরেই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।

রাত পৌনে ১১টার দিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্ উদ্দিন মো. ইলিয়াস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় চুরির ঘটনায় রুবেল মিয়া নামের একজনকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করেন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। থানায় আনার পর অসুস্থ বিবেচনায় পুলিশ সদস্যরা ওই চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে গেটে একটি অটোরিকশা থেকে তাঁকে নামানোর সময় সে চিকিৎসা না নিয়েই দৌড়ে পালিয়ে যায়।

এ সময় তাঁকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিন পিছু নেন। একপর্যায়ে মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। তাঁকে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন। বুধবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইব্রাহিম জানান, ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। লাশ থানায় নিয়ে গেছে।

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত