হোম > সারা দেশ > কুমিল্লা

ডাক্তারবিহীন হাসপাতাল ভ্রাম্যমাণ আদালতের সিলগালা, ৭০ হাজার টাকা জরিমানা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে একটি অবৈধ হাসপাতালে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা ও হাসপাতাল সিলগালা করেছে প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাঙ্গরা বাজার সংলগ্ন শারমিন আরিফ হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম।

জানা যায়, অভিযানের সময় হাসপাতালে কয়েকজন গর্ভবতী ও প্রসূতি নারী ভর্তি ছিল। হাসপাতালে ডাক্তার থাকার কথা থাকলেও আবাসিক অথবা দায়িত্বরত কোন চিকিৎসক পায়নি ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে কর্তৃপক্ষ কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। পরে ভ্রাম্যমাণ আদালত শারমিন আরিফ হাসপাতালের মালিক জুনিয়র মিডওয়াইফ শারমিন আক্তারকে ৭০ হাজার টাকা জরিমানা করে এবং হাসপাতালটি সিলগালা করে দেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম বলেন, এই হাসপাতালে আমরা কোন ডাক্তার ও নার্স পাইনি। একজন জুনিয়র মিডওয়াইফ এই হাসপাতালটি পরিচালনা করছিলেন। তাদের বৈধ কোন কাগজপত্র ছিল না। তাই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। মুরাদনগরে কোন লাইসেন্স বিহীন হাসপাতাল চলতে দেওয়া হবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বলেন, ‘শারমিন আরিফ হাসপাতালটি কোন প্রকার অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে ডাক্তার ছাড়াই চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছে খবর পেয়ে আমরা এই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাই। অভিযানে মালিককে ৭০ হাজার টাকা জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করি।’ 

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা