হোম > সারা দেশ > কুমিল্লা

বরুড়ার আলম হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

বরুড়া প্রতিনিধি

বরুড়া উপজেলার আলম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালে করা এ মামলায় আট আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন ও পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত-২-এর বিচারক নাছরিন জাহান এ রায় ঘোষণা করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আবু কালাম ও আয়েশা ছিদ্দিকা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার ১ নম্বর আসামি ফজলুল হককে যাবজ্জীবন, ৩ নম্বর আসামি আবিদ আলীকে যাবজ্জীবন ও অতিরিক্ত এক বছরের কারাদণ্ড এবং ৪ নম্বর আসামি আবুল খায়েরকে যাবজ্জীবন ও অতিরিক্ত ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, ২০০৮ সালের ২০ মার্চ উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামের মো. আলম ও তাঁর বড় ভাই আলী নেওয়াজকে জমির বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের ফজলুল হক, আবু তাহের, আবিদ আলী, আবুল খায়ের, মো. জসীম, সোহেল মিয়া, সুমন, মো. সুমনসহ কয়েকজন মারধর করেন। এতে গুরুতর আহত আলম ও আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর ২২ মার্চ সকালে আলম মারা যান। তারপর ওই দিন সন্ধ্যায় তাঁর মা মাছুমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা করেন।

মাছুমা বেগম বলেন, ‘আমি মামলার রায়ে সন্তুষ্ট নই। আমি সব আসামির ফাঁসি চাই। প্রয়োজনে সব আসামির ফাঁসির রায়ের জন্য আমি উচ্চ আদালতে যাব।’

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০