হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার সবজি বাজার: খাজনা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

 কুমিল্লা প্রতিনিধি 

নিমসার বাজারে জেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার নিমসার বাজারে সবজি ব্যবসায়ীদের সব রকম খাজনা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজ রোববার সকালে ওই বাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স এই নির্দেশনা দেয়। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও এই বাজারে খাজনা আদায় করা হচ্ছিল।

দেশের অন্যতম বৃহৎ সবজির মোকাম কুমিল্লার নিমসার বাজার। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে আসে সবজি। স্থানীয় কৃষকেরাও এই বাজারকে উপলক্ষ করে মৌসুমি সবজির আবাদ করে থাকেন। রাতভর চলা বাজার শেষ হয় সকালে। ভোর থেকে খুচরা ব্যবসায়ীরা সবজি নিয়ে ছোটেন বাজার থেকে।

খুচরা বাজারে সবজির চড়া মূল্য। কিন্তু নিমসার পাইাকারি বাজারে এই দাম প্রায় অর্ধেক। খাজনা, পরিবহন খরচ আর নানারকম চাঁদা দেওয়ার পর মাঠের সবজি কয়েক হাত বদল হয়ে চড়া মূল্যে বিক্রি হয় ভোক্তাদের কাছে। খুচরা বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা দরে মরিচ নিমসার বাজারে বিক্রি হয় ১৪০ টাকায়।

বিক্রেতারা জানান, হাইকোর্ট বাজারের ইজারা বাতিল করলেও প্রতিদিনই খাজনা আদায় চলে এখানে। কেউ কেউ অভিযোগ করেন, অভিযান শেষে টাস্কফোর্স কর্মকর্তারা চলে যাওয়ার পর খাজনা আদায়কারীরা আবারও তৎপর হয়ে ওঠেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, প্রশাসনের কাছে খবর আসে নিমসার পাইকারি সবজি বাজারের ইজারা বন্ধ থাকার পরও অতিরিক্ত হারে খাজনা আদায় করছে একটি চক্র। ফলে অতিরিক্ত খাজনা দেওয়ার পর সবজির দাম অনেক বেড়ে যায়। বিষয়টি তদারকি করতে জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযানে গিয়ে মাইকিং করে ব্যবসায়ীদের খাজনা না দিতে বলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন আজকের পত্রিকাকে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজ রোববার সকালে নিমসার বাজারে অভিযান চালানো হয়। এ সময় কোনোরকম খাজনা দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়। বাড়তি খাজনার প্রভাবে খুচরা বাজারে দাম বাড়ছে। তাই দাম সহনীয় করতেই এই অভিযান।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক