হোম > সারা দেশ > কুমিল্লা

‘মেশিনে’ ভোট দিয়ে খুশি ১৩০ বছরের আতর আলী

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

১৩০ বছর বছরের বৃদ্ধ আতর আলী। বয়সের ভারে ন্যুব্জ। লাঠিতে ভর করে ছেলের হাত ধরে এসেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ভোট দিতে। ইভিএমে ভোট দিতে পেরে খুশি তিনি। 

আজ সোমবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোরকানন ইউনিয়নের হাড়িশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে জাহাঙ্গীর আলমের হাত ধরে তিনি ভোটকেন্দ্রে আসেন। 

ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, ‘মেশিনে (ইভিএম) ভোট দেওয়া আগের চেয়ে অনেক সহজ। জীবনে অনেক ভোট দিয়েছি। সব ভোটে সিল মেরে দিতাম। এবার প্রথম মেশিনে ভোট দিলাম। কোনো ঝামেলা নাই, টিপ দিলেই শেষ। জীবনে আর ভোট দিতে পারব কিনা সন্দেহ আছে, তাই কষ্ট করে ভোট দিতে এসেছি।’ 

বাবাকে নিয়ে আসা ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘বাবা তিন গ্রামের মধ্যে সবচেয়ে প্রবীণ। মেশিনে ভোট হয় শুনে ভোটকেন্দ্রে আসার আগ্রহ প্রকাশ করেন। বাবার শেষ ইচ্ছে পুরুন করতে কষ্ট করে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে বাবা অনেক খুশি।’ 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। 

উপজেলার ৫টি ইউনিয়নে ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে ২৬, সাধারণ সদস্য পদে ২০৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন রয়েছেন। 

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে মোতায়েন আছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স আছে। প্রতিটি কেন্দ্রেও মোতায়েন আছে নির্দিষ্ট সংখ্যক পুলিশ। 

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার