হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় অটোচালককে হত্যার দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর এলাকার বাসিন্দা আটো চালক রাসেলকে (১৮) হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ রোববার দুপুরে এই রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডার পাচন্দি গ্রামের আনা মিয়ার ছেলে মো. অলি উল্লাহ অলি (৩০) ও চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৬)। নিহত রাসেল একই এলাকা শুভপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে গিয়াস একজন মাদকসেবী এমন অভিযোগ করে সিএনজি চালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিন পরিকল্পনা করে।

২০১৭ সালের ১৮ জুন গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলের অটো ভাড়া করে। পরে দিনভর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে তারা কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদক সেবন করে। মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলকে শাসরোধ করে হত্যা করে।

এর আগে বিকাশের মাধ্যমে মুক্তিপণের নামে নিহত রাসেলের পরিবার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এ ঘটনায় রাসেলের শ্বশুর জয়নাল আবেদীন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার আজকের পত্রিকাকে বলেন, মামলার অভিযোগপত্রে চারজন আসামি ছিল। এর মধ্যে একরামুল হক পাগলা নামে এক আসামি মারা যান। শাহিন নামে এক আসামি খালাস পান।

অপর দুই আসামি মো. অলি উল্লাহ অলি ও গিয়াস উদ্দিনকে আদালত মৃত্যুদণ্ড দেন আদালত। মামলায় জামিন নিয়ে মৃত্যুদণ্ড আসামি মো. অলি উল্লাহ অলি পলাতক রয়েছেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার