হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনা বাজারে আগুনে পুড়েছে ১০ দোকান

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ঊষা রানী ও শিল্পী রানী সাহা বলেন, ‘ভোর ৬টার দিকে বাজারের ইসমাইলের মুরগির দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তখন আমরা সবাই মিলে পাশের নদী থেকে কলস ও বালতিতে ভরে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের ১০টি দোকান পুড়ে যায়।’

আগুনে ক্ষতিগ্রস্ত কসমেটিকস ব্যবসায়ী বাজারের শাহিন স্টোরের মালিক মো. হুমায়ুন কবির বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দেখি আমার প্রায় ১১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’

পুড়ে যাওয়া দোকানগুলো হলো হুমায়ুন মিয়ার কসমেটিকস দোকান, ছফিউল্লাহর মুদি দোকান, ইসমাইল মিয়ার মুরগির দোকান, অলী মিয়ার মুরগির দোকান, আবদুল হালিমের মুরগির দোকান, নজু মিয়ার মুরগির দোকান, মন্টু সাহার মুদি দোকান, মো. আল আমিনের মুদি দোকান ও মো. ছফিউল্লাহর কসমেটিকস দোকানের গোডাউন।

হোমনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুর রহমান খান বলেন, ‘বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তৎক্ষণে ১০টি দোকান পড়ে গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতির পরিমাণ ২২ লাখ টাকা বললেও আমরা ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা দেখিয়েছি।’

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করা হবে।’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার