হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হেমনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহ আলী (৩৫)। উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং মাথাভাঙা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে শাহ আলীর বাড়িতে তাঁর শোবার কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে একটি বড় রামদা, চাপাতী, দুইটি সুইচ গিয়ার স্টিলের চাকু, তিনটি সাধারণ চাকু, একটি হাইব্রিড ব্লেড, ১২ ইঞ্চি লম্বা একটি কাঠের হাতলযুক্ত পাট্টা (যা একপাশে ধারালো অস্ত্র হিসেবে পরিচিত), একটি স্টিলের গ্যাস পাইপ (যার একপাশে লোহার কাটাযুক্ত গোল চাকা আছে), এ ছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী মেম্বারের বাসায় অভিযান চালিয়ে উল্লেখিত অস্ত্র জব্দ করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত