হোম > সারা দেশ > কুমিল্লা

২৪ ঘণ্টার মধ্যে ক্লাস শুরুসহ তিন দাবি পেশ কুবির ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুসহ তিন দফা দাবি পেশ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে এই দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। 

সমন্বয়কদের দাবি হলো, ‘রেজিস্ট্রারের দপ্তর থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের দপ্তরে কোনো নথি আদান-প্রদান হবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কোনো প্রকার (অনলাইন/অফলাইন) মিটিংয়ে যুক্ত হতে পারবেন না এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশীরের শ্রেণি কার্যক্রম করতে হবে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘এর আগেও এই শিক্ষকদের নিজেদের কোন্দলের কারণে শিক্ষার্থীদের দীর্ঘদিন ক্লাস পরীক্ষা থেকে দূরে থাকতে হয়েছে। তাঁরা যদি এখনো আবার শিক্ষার্থীদের সঙ্গে এমন করেন, তাহলে আমরা ধরে নেব তাঁরা ফ্যাসিস্টদের দোসর এবং তাঁদের প্রতিহত করতে শিক্ষার্থীরাই পরবর্তী ব্যবস্থা নেবে।’ 

দাবিসমূহের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমি নিজেও এই আওয়ামী লীগ সরকারের দ্বারা বারবার বৈষম্যের শিকার হয়েছি। আমার নিজের পদে আমাকে তারা বসতে দেয়নি। আজ আমি আমার পদে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণেই, আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি। তাদের দাবিসমূহ সম্পন্ন করতে আমি প্রশাসনিক যত সহযোগিতা প্রয়োজন হবে, সব সহযোগিতা করব।’

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার