কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আদিবা নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আদিবা ওই গ্রামের রাজ্জাক মাস্টার বাড়ির কাপড় ব্যবসায়ী মুমিত মুনসীর মেয়ে।
শিশু আদিবার চাচি জান্নাতুল ফেরদৌস জানান, বাড়িতে অনুষ্ঠান চলছিল। বাড়িভর্তি মানুষ ছিল। আদিবাও ঘরে খেলছিল। একসময় তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে বাড়ির পাশের পুকুরে খোঁজ নিলে আদিবাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহমিদা জাহান বলেন, ’’শিশু আদিবাকে স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। আমরা শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।’