হোম > সারা দেশ > কুমিল্লা

নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ৪

প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা) 

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা-চাঁন্দেরবাগ এলাকার ডাকাতিয়া নদীর ওপর নবনির্মিত সেতু থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে নাঙ্গলকোট থানা-পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা ও চাঁন্দেরবাগ গ্রামের ডাকাতিয়া নদীর ওপর নির্মিত সেতুতে উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহরিয়া গ্রামের স্বপনের ছেলে মেহেদি হাসান নাঈম পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার করপাটি গ্রামের এক মেয়েকে নিয়ে গত বৃহস্পতিবার বেড়াতে আসে। এ সময় স্থানীয় কিছু ছেলের সঙ্গে তাঁর মারপিট হয়। এর জেরে সোমবার বিকেলে মেহেদি হাসান নাঈম (১৬), শিবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আলমগীর হোসেন (১৫), একই গ্রামের মুকবুল আহমেদের ছেলে ফারুক (১৭), মাধবপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মো: রায়হান (১৭), রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া গ্রামের ইউসুফের ছেলে সাহাব উদ্দিন (১৭) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সালাউদ্দিন (১৭) চাইনিজ কুড়াল, রামদা ও লোহার রড নিয়ে ওই সেতুর ওপর মহড়া দেয়।

এ সময় স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে সাহাব উদ্দিন ও সালাউদ্দিন পালিয়ে যায়। বাকীদের ধারালো অস্ত্রসহ স্থানীয়রা আটক করে নাঙ্গলকোট থানা-পুলিশে খবর দেয়। 

মেহেদি হাসান নাঈম নানার বাড়ি চেহরিয়ায় থাকলেও তার বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাঘন্টা গ্রামে বলে জানা গেছে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর বলেন, আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত