হোম > সারা দেশ > কুমিল্লা

লাকসামে শ্বশুরবাড়ি থেকে কৃষকের মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে এক কৃষকের গলায় রশি প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনজিওর ঋণ শোধ করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। 

আজ বুধবার ভোরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্ডা গ্রামে ওই কৃষকের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম (৩৫) বাদী হয়ে লাকসাম থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দিয়েছেন। 

ওই কৃষকের নাম ইসমাইল হোসেন (৪৭)। তিনি উপজেলার পার্শ্ববর্তী বাকই ইউনিয়নের কৈত্রা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। 

পরিবার বলছে, কয়েক দিন আগে ইসমাইল হোসেন স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। কয়েকটি এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। আজ ভোরে স্ত্রী নাছিমা বেগম স্বামীকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি করে রান্নাঘরের মেঝেতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে থানা-পুলিশকে খবর দেয়। 

ওই কৃষকের স্ত্রী নাসিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামী কৃষিকাজ করে। বেশ কয়েকটি এনজিওর কাছে ঋণ নিয়েছিল। কৃষিকাজ করে আয় ভালো না হওয়ায় ঋণ পরিশোধ করতে পারেননি তিনি। এর পর থেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল। পরে কয়েক দিনের জন্য আমার বাপের বাড়িতে বেড়াতে আসি আমরা।’ 

নাসিমা আরও বলেন, ‘মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া শেষে দুজন ঘুমাতে যাই। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রান্না ঘরের আড়ার সাথে নাইলনের রশিতে উনি গলায় ফাঁস দিছিল। পরে রশি ছিঁড়ে মেঝেতে পড়ে যায়।’ 

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সুরতহাল তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার