হোম > সারা দেশ > কুমিল্লা

কৃষি জমির জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে কৃষি জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম (৮) বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামের সিএনজি চালক মনিরের ছেলে। বিল্লাল (৭) একই গ্রামের কৃষক রৌশন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ষাট কলোনী এলাকার জমি থেকে মাটি ব্যবসায়ীরা এলাকার মানুষদের ভয় দেখিয়ে ফসল ফলাতে বাধা দেন। এর বিনিময়ে তাদের জোর করে কিছু টাকা দিয়ে মাটি তুলে বিজয়পুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি বিক্রি করে। এই মাটি জমি থেকে মাটি নেওয়ার ফলে গর্তে বর্ষার পানি জমে জলাশয় হয়ে যায়। জলাশয়ে ডুবেই ফাহিম ও বিল্লালের মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য যুবরাজ বলেন, ‘আমি মনে করি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যাঁরা এই ফসলি জমি কেটে জলাশয় বানিয়েছে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।’

মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, মাটি ব্যবসায়ীরা মাটি নিয়ে লাভবান হয়েছে। অথচ তাঁদের কারণে দুটি শিশু অকালে ঝড়ে গেল। এই গর্তগুলো আবার পুনরায় মাটি দিয়ে ভরাট করা হোক।

বিজয়পুর ইউপি চেয়ারম্যান পারভেজ জানান, শিশু ২টি দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল। বাড়ির পাশের জমি থেকে কিছু অসাধু মাটি ব্যবসায়ী তাঁদের ব্রিকফিল্ডে মাটি নেওয়ায় ওই জমি গর্ত হয়ে যায়। কিছুদিন আগেও প্রশাসনিকভাবে বলা হয়েছিল এগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু ভরাট না হওয়াই এখানে পানি জমে যায়। এই জমি যদি ভরাট হলে এমন দুর্ঘটনা ঘটতো না।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার