হোম > সারা দেশ > কুমিল্লা

১৫ বছর পর দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

১৫ বছর পর কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু কমিটির অনুমোদন দেন। এক মাসের মধ্যে ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

তিন বছর মেয়াদি এ কমিটির সভাপতি পদে আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক পদে মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে যাদব রায়ের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও সহসভাপতি পদে শাহাদাৎ হোসেন মিঠু, মো. আলাউদ্দিন ও আলম হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ পদে সম্পাদক মো. গোলাম সারোয়ার, মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সোহরাব হোসেন সোহাগ ও মো. দেলোয়ার হোসেনকে দপ্তর সম্পাদক করা হয়েছে। 

এদিকে নতুন কমিটি পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাঁরা বলেন, নতুন কমিটিতে যোগ্য ও দলের জন্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। করোনাকালীন সময়ে সাদ্দাম হোসেনের নেতৃত্বে উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নানা মানবিক কাজ করেছিল। 

 ২০০৫ সালে শহীদুল্লাহ খাজাকে আহ্বায়ক ও আবদুল মান্নান মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। ১৫ বছর পার হলেও নানা প্রতিকূলতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। অবশেষে কেন্দ্রীয় কমিটি ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়। 

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার