হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বসত ঘর থেকে যুবককে লাশ উদ্ধার, স্ত্রী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

এজাহার উদ্দিন বাবলা। ফাইল ছবি

কুমিল্লার লালমাইয়ে বসত ঘর থেকে এজাহার উদ্দিন বাবলা (১৯) নামে এক যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবকের স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাবলা সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার চন্ডীপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। তিনি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের ইমন হোসেনের ডেইরি ফার্মে কাজ করতেন।

জানা যায়, এজাহার উদ্দিন বাবলার স্ত্রী জান্নাতুল নাঈমকে নিয়ে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। এক বছর আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া গ্রামে বিয়ে করেন তিনি।

বাবলার পাশের কক্ষের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘এই দম্পতি এক সপ্তাহ আগে কক্ষটি ভাড়া নেন। শনিবার রাত ১১টায় বাবলার স্ত্রী আমাদের ডেকে তাদের কক্ষে নিয়ে যান। আমরা গিয়ে দেখি, বাবলার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেছেন, তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।’

বাবলার ভাই রায়হান উদ্দিন বলেন, ‘আমার ভাইকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার স্ত্রী। এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মৃতের ভাই রায়হান বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন।’

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক