হোম > সারা দেশ > কুমিল্লা

ত্রাণ নিতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী নারী, আটক ৬

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছরের মানসিক প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় স্থানীয়রা ছয় যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলী নুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ীর সিএনজি বাবু (৪০), হরিপুর চকেরবাড়ীর সিএনজিচালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকেরবাড়ীর নুর মোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫) এবং একই গ্রামের বিদ্যুৎ মজুমদার (৩৫)। 

অভিযোগে জানা যায়, গত বুধবার দুপুরে ভুক্তভোগী নারী উপজেলার দাসকান্দি বাজারে যায় ত্রাণ পাওয়ার আশায়। সে সময় সিএনজিচালক বাবু ভিকটিমকে ত্রাণ দেওয়ার প্রলোভন দিয়ে দাসকান্দি বাজারের মো. নুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে। 

বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়দের কাছে তথ্যটি পৌছায়। এরপর ছাত্ররা গতকাল অভিযুক্ত ছয়জনকে দাসকান্দি বাজারে ডাকেন। এরপর তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেন। 

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, অভিযোগের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক