কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. সবুজ আলম (৩৪) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের আটকিলাপাড়ায় সবুজের বাড়িতে অভিযান পরিচালনা করে এই সাজা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল এতে সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের আটকিলাপাড়ায় সবুজের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা ও পাঁচ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা সবুজকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করা সবুজ একজন গডফাদারে পরিণত হয়েছেন। এলাকার কিশোরদের ব্যবহার করে নানা পয়েন্টে ইয়াবা সাপ্লাই করে আসছিলেন সবুজ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মাদকের মামলা রয়েছে।