হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা, বিজিবি মোতায়েন 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে, গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছেন সমর্থনকারীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঝাগরঝুলি এলাকায় মিছিল বের করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেনন বিএনপির নেতা-কর্মীরা। 

পরে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। 

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মহাসড়কে টায়ার ফেলে আগুন দিয়ে এবং কালাকচুয়া এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন অবরোধ সমর্থনকারীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে তাঁরা মহাসড়ক থেকে উঠে যেতে বাধ্য হন। 

এ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান ও কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 
 কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার সব মহাসড়কের নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।’ 

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।’

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক