দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী হোমনা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ শনিবার ঢাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছ থেকে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানে সার্বিক সহযোগিতা করেন হোমনা ও তিতাসের সাবেক সংসদ সদস্য মো. আমির হোসেন ভূঁইয়া।
এ সময় সঙ্গে আরও ছিলেন-কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লুৎফর রেজা খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আজগর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম, সাদেক পাঠান প্রমুখ।
শামীম ১৯৯৯ সালে জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে হোমনা ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্র রাজনীতির মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হন।
এ ছাড়া তিনি হোমনা উপজেলার নিলখী উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত রয়েছেন।