হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পরকীয়ার জেরে পরিবহন ব্যবসায়ী রেজাউল করিম রাজা মিয়াকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম।

সাজা পাওয়া আসামিরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের তাপস চন্দ্র শীল (২৫), একই গ্রামের নিহত রাজা মিয়ার স্ত্রী মোছা. আলো আক্তার (৩০) ও একই জেলার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকার মো. রাসেদ (২৮)। রায় ঘোষণার সময় রাসেদ আদালতে উপস্থিত ছিলেন। আলো ও তাপস পলাতক।

মামলা থেকে জানা গেছে, ২০১৪ সালের ১২ জুন পরকীয়ার জেরে পরিবহন ব্যবসায়ী রাজা মিয়াকে হত্যা করেন তাঁর স্ত্রী আলো আক্তার, তাপস চন্দ্র শীল ও মো. রাসেদ। ওই দিন রাতে দাউদকান্দি উপজেলার সতানন্দি গ্রামে আবদুল আউয়াল কমিশনারের বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ওই বছরের ১৪ নভেম্বর রাজা মিয়ার ভাই খাজা মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে রাজার স্ত্রী আলোকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাপস এবং রাশেদ এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে বলে জানান। পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে এবং তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৫ সালে ২৭ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২১ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এবং আসামিদের জবানবন্দি পর্যালোচনা করে আজ তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে আদালত থেকে জানা গেছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মো. নজরুল ইসলাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন নোমান ও মাসুদ সালাউদ্দিন।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক