হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় নির্মাণশ্রমিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নির্মাণশ্রমিক মো. ইয়াছিন মিয়াকে (২৫) ছুরিকাঘাতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। 

মামলার রাষ্ট্র পক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হলেন–মো. শাহজাহান মিয়া (৩৭) ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি সেলিম মিয়া (৪৭)। সম্পর্কে দুজন আপন ভাই। তারা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া ফকিরমূড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, নিহত ইয়াছিন মিয়ার বাড়ির সামনে তার খালাতো ভাইয়ের স্ত্রী মোছা জেসমিন আক্তার (৩৭) মুদি দোকান দিয়ে ব্যবসা করতেন। প্রতিবেশী অভিযুক্ত মো. শাহজাহান মিয়া ওই দোকানের সামনে বসে মাদক বিক্রি করত। সে সুবাদে জেসমিন আক্তারের সঙ্গে শাহজাহান মিয়ার সম্পর্ক হয়। তাদের পরকীয়া প্রেমের বাধা দেয় ইয়াছিন মিয়া। এতে বিরোধ সৃষ্টি হয়। 

এ নিয়ে আসামিরা যোগসাজশে ২০২০ সালের ১৮ মে রাতে স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পথরোধ করে ইয়াছিন মিয়া ও তার ভাই মো. মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শাহাজান ও সেলিম মিয়া। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের বড় ভাই মো. মিজানুর রহমান বাদী হয়ে একই গ্রামের মৃত আলী মিয়ার তিন ছেলেসহ পাঁচজনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার সঙ্গে জড়িত না থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র থেকে তিনজনকে বাদ দেন। 

এপিপি নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাষ্ট্রপক্ষে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আসামি মো. শাহজাহান মিয়াকে মৃত্যুদণ্ড, অপর আসামি মো. সেলিম মিয়াকে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।’

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক